মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ: রাশিয়া-ইরানের বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ

|

২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ রাশিয়া এবং ইরানের বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করলো ফেসবুক কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ফেসবুকের সাইবার নিরাপত্তা বিষয়ক প্রধান নাথানিয়েল গ্লিচার।

তিনি বলেন, চারটি আলাদা নেটওয়ার্কের আওতায় বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে চালানো হচ্ছিলো ভুয়া অ্যাকাউন্ট গুলো। যার মধ্যে তিনটিই ইরানে। এছাড়ায় রাশিয়া থেকে চালানো, অন্তত ২০০ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। যেসব অ্যাকাউন্ট থেকে মার্কিন নির্বাচন নিয়ে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিলো।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, তাদের মাধ্যম ব্যবহার করে যে কোন ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে যুদ্ধ করে যাবে তারা। ২০১৬ সালের মার্কিন নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে ফেসবুকের ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে বিভিন্ন মহলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply