‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ খোলার কার্যক্রমের উদ্বোধন

|

‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ খোলার কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডাক বিভাগের ডিজিটাল লেনদন “নগদ”-কে “পরিচয়” অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করে এ সেবার উদ্বোধন করা হয়।

এর মাধ্যমে আর্থিক সেবাখাত জনগনের জন্য আরও সহজ ও নিরাপদ হবে বলে মনে করে সংশ্লিষ্টরা। সকালে সচিবালয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে দোয়েল মোবাইল সেটেরও উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়।

‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এক মিনিটে ফেস অথেনটিকেশন ও জাতীয় পরিচয়পত্র যাচাই করতে পারবে। মুজিব বর্ষে বিটিসিএলের টেলিফোন সংযোগ ও পুনসংযোগ ফ্রি করা হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়। এতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও ডাক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply