ইলিশ শিকারের দায়ে ৩৭ জেলের জেল-জরিমানা

|

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জঃ
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জে ৩৭ জেলেকে জেল-জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ২৪ জনকে এক বছর করে কারাদণ্ড এবং ১৩ জনকে অর্থদণ্ড দেয়া হয়।
বুধবার রাত তিনটা থেকে সকাল ৮ পর্যন্ত শিবালয় ও দৌলতপুর উপজেলায় পদ্মা-যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস.এম ফেরদৌস। এসময় জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ মনিরুজ্জামান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার(ভূমি) জাকির হোসেন, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জুয়েল মাহমুদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনসহ থানা ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ জানান, মা ইলিশ রক্ষায় নদীতে নিয়মিত অভিযান চলছে। বুধবার মাছ ধরার সময় হাতে নাতে ৩৭ জন জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমনা দেয়া হয়েছে। একই সাথে প্রায় ২ লাখ মিটার কারেন্টজাল, ২ মণ মা ইলিশ এবং ১৫ টি নৌকা জব্দ করা হয়।কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত মাছ সিংগাইরের একটি এতিম খানায় বিতরণ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply