ভুয়া সাংবাদিকসহ অপহরণকারী চক্রের ৫ জন আটক

|

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের নলজানি এলাকা থেকে ভুয়া সাংবাদিকসহ অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-১। এসময় অপহৃত ভিকটিম পল্লী বিদ্যুৎ কর্মকর্তা হারুন অর রশীদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, শাহীন আলম, মো. সোহেল, সঞ্জয় কুমার দাস, সোহেলের স্ত্রী সাহিদা বেগম ও সাবিনা আক্তার বর্ষা।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ২৩ অক্টোবর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা হারুন অর রশীদকে শিববাড়ি এলাকা থেকে অজ্ঞাত ৭-৮ জন অপরহরণকারী অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করে হারুন অর রশীদের সন্ধান না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করে। অপরহরণকারীরা হারুন অর রশীদকে আটকে রেখে মারধর করে এবং ৫ লাখ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এক পর্যায়ে ২৪ অক্টোবর মোবাইল ফোনে ভিকটিমের স্ত্রীর কাছে হত্যার হুমকি দিয়ে মুুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। উপায়ান্তর না দেখে হারুনের স্ত্রী ঘটনাটি র‌্যাবকে জানান। পরে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলজানি এলাকার পালের মাঠের স্থানীয় ডা. আব্দুল আউয়ালের বাড়ির দ্বিতীয় তলা থেকে ভিকটিম হারুন অর রশীদকে উদ্ধার এবং ৫ অপহরণকারীকে আটক করে। এসময় অপহরণকারীদের হেফাজত থেকে একটি ডিজিটাল ক্যামেরা, ৬টি মোবাইল ফোন সেট ও তিনটি লিখিত স্ট্যাম্প উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা অপরহরণকারী চক্র এবং শাহীন আলম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপকর্ম করতো বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply