দলে জায়গা হয়নি নেইমারের

|

ব্রাজিল দলে জায়গা হল না নেইমারের। চোটজর্জর পিএসজির ফরোয়ার্ডকে ছাড়াই শুক্রবার দল ঘোষণা করেছেন সেলেকাওদের কোচ তিতে। আগামী মাসে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

হ্যামস্ট্রিং ইনজুরির দরুন চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। নাইজেরিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করা প্রীতি ম্যাচে চোট পান এই ব্রাজিলীয় তারকা। ব্রাজিল আগামী ১৫ নভেম্বর সৌদি আরবে আর্জেন্টিনা এবং চারদিন পর আবুধাবিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক : অ্যালিসন বেকার (লিভারপুল), দানিয়েল ফুজাতো (রোমা), এদারসন (ম্যানচেস্টার সিটি)।

ডিফেন্ডার : দানিলো (জুভেন্টাস), এমারসন (রিয়াল বেটিস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ),

ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি)।

মিডফিল্ডার : আর্থুর মেলো (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনহো (লিভারপুল), লুকাস পাকুয়েতা (এসি মিলান), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), ফিলিপ্পে কুতিনহো (বায়ার্ন মিউনিখ)।

ফরোয়ার্ড : ডেভিড নেরেস (আয়াক্স), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) ও উইলিয়ান (চেলসি)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply