আগামী বছর জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ঢাকা সফরের আগে অস্ট্রেলিয়াকে টাইগারদের স্পিন মোকাবেলায় যথাযথ প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়ছেন কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন।
অস্ট্রেলিয়ার সাবেক এ তারকা ক্রিকেটার বলেছেন, নাথান লায়নের (অস্ট্রেলিয়ার একমাত্র স্পিনার) যদি কিছু হয়, তাহলে দলের জন্য সেটা বড় বিপদই হবে। তাই এই অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লায়নের কিছু হলে কেউ একজন যেন তার দায়িত্ব নিতে পারে, এমন কাউকে তৈরি করা। আমি জানি না সেটা কে হবে।
বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের দলগুলোকে পরামর্শ দিয়ে শেন ওয়ার্ন বলেছেন, অবশ্যই প্রতিটি ম্যাচে অন্তত একজন স্পিনার খেলানো উচিত। কন্ডিশন যেমনই হোক, দলগুলোর অধিনায়কদের একাদশে স্পিনার না রাখাটা হতাশার। শেফিল্ড শিল্ডের দলগুলোকে আন্তর্জাতিক ক্রিকেটার তৈরি করতে হবে। শুধু প্রাদেশিক দল নিয়ে ভাবলে চলবে না।
সূত্র:নিউজ.কম.এইউ
Leave a reply