মহারাষ্ট্রে মুখোমুখি বিজেপি-শিবসেনা

|

ভারতের মহারাষ্ট্রে, মুখ্যমন্ত্রী কে হবেন- সে প্রশ্নে এখনও অনড় অবস্থানে বিজেপি-শিবসেনা। জোট সরকারে বিজেপি’র নেতৃত্ব না মানলে, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের নেতৃত্বে আবারও গঠন করা হতে পারে সরকার।

দু’দলের দু’নেতা আড়াই বছর করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন- এ ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি চেয়েছে শিবসেনা। ফিফটি-ফিফটি ফর্মূলা ছাড়াও বেঁধে দিয়েছে, ক্ষমতা বণ্টনের ভিত্তিতে মন্ত্রিসভা গঠন ও সরকার পরিচালনার শর্তও। যার কোনোটিতেই রাজি নয় বিজেপি।

বিজেপি’কে রাজ্য সরকারের প্রধানের পদ এমনি এমনি ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি শিবসেনা সভাপতি উদ্দাভ ঠাকরের।

এদিকে, হরিয়ানায় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভা শপথ নেবে আজ। ক্ষমতা বণ্টনের শর্তে আবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা মনোহর লাল খাট্টার। আর উপ-মুখ্যমন্ত্রী হবেন ‘জননায়ক জনতা পার্টি-জেজেপি’র প্রধান দুশ্যন্ত চৌটালা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply