সাকিবকে ছাড়াই মুশফিক-রিয়াদের সাথে বোর্ডের মিটিং

|

ভারত সফর ঘনিয়ে আসছে। কিন্তু বাংলাদেশ জাতীয় দলের অস্বস্তি যেন কেটেও কাটছে না। সাকিবকে ছাড়াই সোমবার বিকেলে বিসিবিতে মুশফিক-রিয়াদের সাথে মিটিং করলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। মিটিংয়ে আরও ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, কোচ রাসেল ডোমিঙ্গো ও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। ফলে এটিকে একটি টেকনিক্যাল মিটিং-ই বলতে হচ্ছে। জানা গেছে, ভারত সফরে ‘পিংক’ রঙের বলে খেলার ব্যাপারে বাংলাদেশের সিদ্ধান্ত কী হবে সেটিও আলোচিত হয়েছে। কিন্তু, এক্ষেত্রে যে অধিনায়কের উপস্থিতি গুরুত্বপূর্ণ!

বাতাসে গুঞ্জন শেষ পর্যন্ত ভারত সফরে নাও যেতে পারেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। অবশ্য, আজ পর্যন্ত ছুটিতে থাকার কথা জানিয়েছিলেন সাকিব। ফলে, তার অনুপস্থিতিকে সরাসরি কোনো বার্তা হিসেবে নেয়ার সুযোগও নেই।

বর্তমান বাস্তবতায় ভারত সফরের মতো কঠিন সিরিজে সাকিবের অনুপস্থিতি কেউ-ই চাইবে না তা বলাই বাহুল্য। অস্বস্তির বিপরীতে আছে স্বস্তির আভাসও। সাকিবের সাথে নাকি সব অস্বস্তি মিটমাটের উদ্যোগ নিয়েছে বোর্ড। সে দিকেই তাকিয়ে আছেন টাইগার সমর্থকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply