আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী শরিফুল আলমের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা।
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ করে দেয় আন্দোলনরতরা। তালা ঝুলিয়ে দেয় প্রশাসনিক ভবনসহ সব কক্ষে। ভিসির অপসারণসহ নয় দফা দাবি তাদের।
শিক্ষার্থীরা বলেন, ভিসি শরিফুল আলম ভিসিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দখল করে আছেন। নিজের ভাইসহ স্বজনদের অবৈধভাবে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। অ্যালামনাই গঠনে বাধা প্রদানসহ শিক্ষার্থীদের স্বাভাবিক সাংস্কৃতিক কার্যক্রমেও ভিসি বাধা দেন বলে অভিযোগ। ভিসির অনিয়মের বিরুদ্ধে কথা বলায় ১০ জন শিক্ষককে বাধ্যতামূলক অব্যাহতি দেয়ার অভিযোগও তার বিরুদ্ধে।
Leave a reply