সাকিব ভুল করেছে, বিসিবি তার পাশে আছে, থাকবে: প্রধানমন্ত্রী

|

বিসিবি সব সময় সাকিবের সাথে আছে এবং সব রকমের সহযোগিতা করবে। এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে গণভবনে আজারবাইজান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যখন সাকিবের সাথে জুয়াড়িরা যোগাযোগ করে তখন সে সেটাকে গুরুত্ব দেয়নি। সাথে সাথে আইসিসিকে জানানো উচিত ছিলো। সেটা ভুল করেছে। এখন সেক্ষেত্রে আইসিসি যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে আমাদের তেমন কিছু করণীয় থাকে না। তবুও বিসিবি তার সাথে থাকবে।

উল্লেখ্য, দুই বছর পূর্বে আন্তর্জাতিক ম্যাচের আগে এক জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। যা সাথে সাথে প্রত্যাখ্যান করলেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানিয়ে গোপন করেন সাকিব। জুয়াড়িদের কল রেকর্ড ট্র্যাকিং করে বিষয়টি পরে জানতে পারে আইসিসি। বিষয়টি হালকাভাবে নেয়ায় শাস্তির মুখে পড়তে হচ্ছে সাকিবকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply