১ বছর পরেই মাঠে ফিরতে পারবেন সাকিব

|

সাকিব আল হাসান। ফাইল ছবি।

শেষ পর্যন্ত বড় দুঃসংবাদই এলো বাংলাদেশের ক্রিকেটের জন্য। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত রেখেছে তারা। ৩টি সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে তাকে এই সাজা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সাকিব ভুল স্বীকার করায় ও আকসুকে তদন্তে সহযোগিতা করায় ১ বছর পরেই ফিরে আসতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটে। অর্থাৎ ২০২০ সালের ২৯ অক্টোবরই মাঠে নামতে পারবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট- আকসু সাকিবের বিরুদ্ধে ৩ বার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও গোপন রাখার অভিযোগ তুলেছে। তদন্ত দলের কাছে দোষ স্বীকার করায় সাকিবের ১ বছরের সাজা স্থগিত করা হয়েছে। ফলে, ২০২০ সালের ২০ অক্টোবর থেকে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন বলে জানিয়েছে আইসিসি। এ সময়ে আকসুর সাথে ঘনিষ্টভাবে কাজ করবেন সাকিব। বিশেষ করে তরুণ ক্রিকেটাররা যেন এমন ভুল না করে সে বিষয়ে সচেতনতা তৈরির কাজ করবেন সাকিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply