কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফলাফল স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে প্রায় তিনশ শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা নিয়ে সম্মিলিত ফল ঘোষণা করা হবে বলে জানান ডি ইউনিটের সমন্বয়ক ও শিক্ষা অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক। আগামী ৬ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একটি পরীক্ষার জন্য তিন ধরনের প্রশ্ন প্রনয়ণ করা হয়ে থাকে। এর মধ্যে প্রথমটি হলো ১-জেনারেল – এতে শুধুমাত্র ইংরেজির প্রশ্ন ইংরেজিতে হয়ে থাকে। এছাড়া বাকী প্রশ্ন বাংলায় করা হয়। ২- ন্যাশনাল কারিকুলাম – এতে বাংলা ছাড়া সকল প্রশ্ন ইংরেজিতে করা হয়। ৩- ব্রিটিশ কারিকুলাম- এতে সকল প্রশ্নই ইংরেজিতে করা হয়।
চবির ডি ইউনিটের পরীক্ষার্থীদের জন্য জেনারেল ও ব্রিটিশ কারিকুলাম – এই দুই পদ্ধতিতে প্রশ্ন করা হয়েছে। ফলে ন্যাশনাল কারিকুলামের শিক্ষার্থীরা ঐচ্ছিক ইংলিশের পরীক্ষার প্রস্তুতি না থাকায় ফলাফলে জটিলতা সৃষ্টি হয়েছে। এবং এরকম শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০০ জন। যাদের পরীক্ষা আগামী ৬ নভেম্বর পুনরায় অনুষ্ঠিত হবে।
Leave a reply