বিক্ষোভের মুখে লেবানন প্রধানমন্ত্রীর পদত্যাগ

|

অবশেষে টানা বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

তবে হারিরির পদত্যাগের খবরে বিজয় উদযাপন করলেও অর্থনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে চান বিক্ষোভকারীরা। দেশটিতে শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত বন্ধে সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। হোয়াটসঅ্যাপ ভয়েস কলের ওপর কর আরোপ সিদ্ধান্তের বিরোধিতা থেকে দু’সপ্তাহ আগে শুরু হয় আন্দোলন। পরে তা রুপ নেয় সরকার পতনের বিক্ষোভে। এতে দুর্নীতির দায়ে অভিযুক্ত রাজনীতিবিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। আন্দোলন শুরুর পর থেকেই বন্ধ দেশটির শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সব ব্যাংকিং কার্যক্রম।

পরিস্থিতি সামলাতে মন্ত্রী-রাজনীতিবিদদের বেতন-ভাতা অর্ধেকে নামানো, দুর্নীতিবিরোধী প্যানেল প্রতিষ্ঠা, ঘাটতি বাজেট হ্রাস, নতুন করে কর আরোপ না করা’সহ অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দেয় সরকার। তবে সরকারের কোন আশ্বাসে গলতে চান না আন্দোলনকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply