জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আজও প্রশাসনিক ভবন অবরোধসহ সর্বাত্মক ধর্মঘট পালন করছে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলন করে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে প্রশাসনিক ভবন অবরোধ করেন। ফলে প্রশাসনিক ভবন দুটিতে প্রবেশ করতে পারেনি কোন কর্মকর্তা-কর্মচারী।
এছাড়া উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম আজো আসেননি প্রশাসনিক ভবনে থাকা তার কার্যালয়ে।
তবে ক্লাস-পরীক্ষা চলছে বেশিরভাগ বিভাগে। শিক্ষক-শিক্ষার্থী বহনকারী বাসগুলো রাজধানী থেকে ক্যাম্পাসে পৌঁছেছে নির্ধারিত সময়ে।
Leave a reply