ভারতের মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীত্ব নিয়ে বিজেপি-শিবসেনা বিরোধ

|

দুই-একদিনের মধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন দেবেন্দ্র ফারনাবিশ। যদিও শিব সেনাকে এখনও জোটে টানতে পারেনি বিজেপি।

ভারতীয় গণমাধ্যম বলছে, বৃহস্পতি অথবা শুক্রবার তিনি শপথ নিতে পারেন। মঙ্গলবার মুম্বাইয়ে নিজের বাসভবনে ফাদনাভিস গণমাধ্যমকে জানান, আগামী পাঁচ বছরের জন্য তিনিই থাকবেন ক্ষমতায়।

বিধানসভা নির্বাচনে ভোটের পর থেকেই মুখ্যমন্ত্রীত্ব নিয়ে কথার লড়াই চলছে ক্ষমতাসীন বিজেপি-শিবসেনা। দু’দলের দু’নেতা আড়াই বছর করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এমন প্রস্তাবও চায় শিবসেনা।

এছাড়া ক্ষমতা বণ্টনের ভিত্তিতে মন্ত্রিসভা গঠন ও সরকার পরিচালনার শর্তও জুড়ে দেয় শিবসেনা। যার কোনোটিতে রাজি নয় বিজেপি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply