পরিবেশ বাঁচানোর আন্দোলনে অগ্রণী ভূমিকার জন্য পাওয়া সম্মাননা প্রত্যাখ্যান করলেন, গ্রেটা থুনবার্গ। ১৬ বছরের এই পরিবেশকর্মী বলেন, পৃথিবীকে বাঁচাতে পুরস্কার নয়, বরং দরকার বিজ্ঞানের কথায় গুরুত্ব দেয়া।
স্টকহোমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে গ্রেটার পক্ষ থেকে তার প্রতিনিধি জানান পুরস্কার গ্রহণে অসম্মতির কথা।
নরডিক কাউন্সিল নামে একটি আঞ্চলিক সংস্থা পুরস্কৃত করতে চেয়েছিল সুইডিশ এই কিশোরীকে। গ্রেটাকে সংস্থাটির বার্ষিক পরিবেশ বিষয়ক পুরস্কারের জন্য মনোনয়ন দেয় সুইডেন এবং নরওয়ে। পুরস্কারের অর্থমূল্য ৫২ হাজার ডলার।
জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে কার্যকর পদক্ষেপের দাবিতে ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের জন্য, সম্প্রতি বিশ্বব্যাপী পরিচিত মুখ হয়ে ওঠেন গ্রেটা।
Leave a reply