বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের বিস্ময়: প্রধানমন্ত্রী

|

২০২১ সালের মধ্যে রপ্তানি আয় ৬০ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের বিস্ময়।

আজ বুধবার সকালে রাজধানীর বিআইসিসি’তে লেদার ফুটওয়্যার এন্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার চামড়া শিল্পের উন্নয়ন ও প্রসারে কাজ করে যাচ্ছে। এসময় তিনি চামড়া ও চামড়াজাত শিল্পে ব্যবসায়ীদের আরো বিনিয়োগের আহ্বান জানান। তিনি রপ্তানিজাত পণ্যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয়ারও আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, যেকোন দেশের চেয়ে বাংলাদেশে বিনিয়োগ লাভজনক। বাংলাদেশের মতো সুবিধা আর কোন দেশ দিতে পারবে না বলেও জানান তিনি।

এছাড়াও সরকার চামড়া শিল্পের নতুন নতুন বাজার সৃষ্টিতেও কাজ করে যাচ্ছে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply