জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যিালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সহকারী প্রক্টর মজিবুর রৌফ শৈবালের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো কলা ভবনের সামনে এই হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট পালন শুরু করে। ধর্মঘটের অংশ হিসেবে আন্দোলনকারীরা পুরনো কলার গেটে তালা লাগিয়ে দেয়। এই ঘটনায় সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল পুরনো কলায় একাডেমিক ভবনে প্রবেশ করার জন্য তালা খুলার চেষ্টা করেন। তালা খুলা নিয়ে আন্দোলনকারীদের সাথে কথাকাটি হলে এক পর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এই ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে পুরনো কলার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এছাড়া, সহকারী প্রক্টর মহিবুর রহমান প্রক্টর আহত হয়েছেন দাবি করে তাকে বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
Leave a reply