নিখোঁজের তিন দিন পর শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

|

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুরে অপহরণের তিন দিন পর অপহৃত শিশু আলিফকে উদ্ধার করা হয়েছে। একই সাথে অপহরণকারী আব্দুল্লাহকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এমন তথ্য দিয়েছেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক।

পুলিশ জানায়, সখিপুরের নরসিংহপুর নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ ইব্রাহীম খলিল আলিফ শনিবার নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যায় অপহরণকারী শিশুর পিতা জালাল উদ্দিনের কাছে ফোন করে ২ লাখ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরও দেয় ওই অপহরণকারী।
এরপর অপহৃত আলিফের বাবা সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও করেন তিনি।

মামলার তদন্তকারি কর্মকর্তা মফিজুর রহমান মোবাইল টেকনোলোজি ব্যবহার করে ঢাকার সদর ঘাট এলাকায় অভিযান চালিয়ে আসামি আব্দুল্লাহ খানকে গ্রেফতার করে এবং অপহৃত শিশু আলিফকে উদ্ধার করে।

অপহরণকারী আব্দুল্লাহর বাড়ি নেত্রকোনা জেলার কুরপাড়া এলাকায়। মঙ্গলবার দুপুরে ওই আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply