বিএসটিআই পরিচালককে বিশুদ্ধ খাদ্য আদালতের তলব

|

কারণ দর্শানোর নির্দেশ থাকার পরও জবাব না দেওয়ায় কেনো আদালত অবমাননার অভিযোগ আনা হবে না স্বশরীরে হাজির হয়ে তা জানাতে বিএসটিআই’র পরিচালক মো. ইসহাক আলীকে নির্দেশ দিয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত। বুধবার বিশুদ্ধ খাদ্য আদালত-৩’র বিচারক মেহেদি পাভেল সুইট এ নির্দেশ দেন।

জানা গেছে, নিরাপদ খাদ্য আধিদফতরের করা একটি মামলায় বিচারক বিএসটিআই’র উক্ত পরিচালককে কারণ দর্শনোর নোটিশ দেন। এজন্য বুধবার (৩০ অক্টোবর) দিন ধার্য করে দেন। কিন্তু তিনি কোনো ধরনের কারণ না দর্শানোয় বা আইনজীবীর মাধ্যমে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আদালত তাকে স্বশরীরে হাজির হয়ে কেনো আদালত অবমাননার অভিযোগ আনা হবে না সেটি জানাতে বলেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply