দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করা দুই শিশুর সংবর্ধনা কাল

|

তাদের বীরত্বপূর্ণ ভূমিকা এখন কারো অজানা নয়। ছোট্ট শিশু হয়েও করেছেন বীরদের কাজ। ভাঙা রেললাইন দেখে এগিয়ে আসা ট্রেন থামাতে মাফলার হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে রেললাইনেই। দুই শিশুর সিগনাল দেখে প্রথমে গুরুত্ব দেননি চালক। কিন্তু ট্রেন একদম কাছে চলে আসার পরও শিশু দুটি রেললাইন থেকে সরছে না দেখে তিনি ব্রেক কষলেন। এবং এরপরই বুঝতে পারলেন শিশু দুটির কল্যাণেই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে গেছে তার ট্রেন।

সেই দুই শিশু হলো শিহাব ও লিটন। আগামীকাল তাদেরকে সংবর্ধনা দেবে রেলওয়ে বিভাগ। রাজশাহীর বাঘা উপজেলার ঝিনা গ্রামের বাসিন্দা শিহাব ও লিটনকে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হবে।

এ তথ্য জানান পাকশী ডিআরএম (বিভাগীয় রেলওয়ে ম্যানেজার) অসীম কুমার তালুকদার। তিরি বলেন, সকাল ১১টায় তাদেরকে সংর্বধনা দেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply