লঞ্চঘাটে শিকলে বেঁধে রাখা দেড় বছরের শিশু উদ্ধার

|

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে শিকলে বেঁধে রাখা দেড় বছরের শিশু ও তার মাকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লঞ্চ টার্মিনাল ঘাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তার কারণে মনে করা হচ্ছে শিশুটির মা একজন ভারসাম্যহীন।

জানা যায়, শিশুটির মা কাজে যাওয়ার সময় বা রাতে ঘুমানোর সময় শিশুটি যাতে হারিয়ে না যায় এজন্য লঞ্চের পল্টনের পাশে শিকল দিয়ে বেঁধে রাখতো। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হারুন-অর-রশিদ।

পুলিশ সুপার জানান, স্থানীয় গণমাধ্যমে লঞ্চ টার্মিনালে এক শিশুকে শিকলে বেঁধে রেখে কাজে যান মা এমন একটি সংবাদ প্রকাশের পর দুপুরে লঞ্চ ঘাট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শিশুটিকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা ও কিছু জামাকাপড় কিনে দেওয়া হয়েছে। মা ও মেয়ের খাবারের ব্যবস্থা করা হয়েছে। শিশুটিকে আদালতের মাধ্যমে গাজীপুরের ভোগড়া শিশু-কিশোর হেফাজতে রাখার জন্য আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশে অনুযায়ী কাজ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply