লেবাবনের আকাশে প্রবেশের পর ইসরাইলি একটি ড্রোন লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নবতিয়েহ শহরে এ ঘটনা ঘটে।
ইসরায়েলি ও লেবাননি সংবাদমাধ্যম এসব তথ্য জানিয়েছে।
এদিকে সেনাবাহিনীর বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, লেবানন সীমান্তে থেকে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তবে ড্রোনটির কোনো ক্ষতি হয়নি।
ইসরাইলি ড্রোন ভূপাতিত করার সংবাদ লেবাননি আল-মায়াদিন টিভি প্রচার করার পর ইসরাইলি বাহিনীর সামরিক মুখপাত্র এক টুইটবার্তায় এমন দাবি করেন।
Leave a reply