পারলো না চট্টগ্রাম আবাহনী, শিরোপা তেরেঙ্গানুর

|

স্বাগতিকদের স্বপ্ন ছিনিয়ে নিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরের শিরোপা জিতে নিয়েছে তেরেঙ্গানু এফসি। মালয়েশিয়ার সুপার লিগের ক্লাবটির বিপক্ষে ফাইনালে দুর্দান্ত ফুটবল খেলেও ২-১ গোলের ব্যবধানে হেরেছে চট্টগ্রাম আবাহনী। টুর্নামেন্টে একটি ম্যাচও না হেরে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জিতেছে তেরেঙ্গানু।

বৃহস্পতিবার টুর্নামেন্টের একমাত্র ভেন্যু চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনাল দেখার জন্য ঢল নামে ফুটবলপ্রেমীদের। ৪০ হাজারের মতো দর্শকের সামনে শুরু থেকেই লড়াকু চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ১৩ মিনিটেই লিড নিতে পারতো বন্দরনগরীর দলটি। গোলরক্ষককে একা পেয়েও চট্টগ্রাম আবাহনীর লুকা বল তুলে দেন তেরেংগানু গোলরক্ষকের হাতে।

লুকা ভুল করলেও ভুল করেননি তেরেংগানুর হামিক বিন মামাত। ম্যাচের ১৫ মিনিটে লি টাকের কর্নার থেকে তার হেডে লিড নেয় আসরের একমাত্র অপরাজিত দলটি। ৫ মিনিটের ব্যবধানে আবারো স্তব্দ হয়ে যায় গোটা স্টেডিয়াম। মাঝ মাঠ থেকে পাওয়া থ্রু বলে গোলরক্ষক নেহালের দুই পা গলিয়ে স্কোর শিটে নাম তোলেন মোহাম্মদ আলিয়াস।

এরপর ম্যাচে একাধিকবার গোল পরিশোধের সুযোগ পেয়েও তা কাছে লাগাতে পারেনি চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ডরা। যেখানে ব্যর্থতার দায় অনেকটাই লুকা রটকোভিচের।

দ্বিতীয়ার্ধে শুরুতেই অবশ্য ম্যাচে গোল আদায় করে নেয় মারুফুল হকের শিষ্যরা। শুরুতে একাধিক সুযোগ নষ্ট করা লুকার জোরালো শটে ব্যবধান কমায় চট্টগ্রাম আবাহনী। এরপর আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে জামাল ভূঁইয়ারা। এদিকে ৫৫ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে বুদ্ধিদীপ্ত এক মাটিঘেঁষা শটে ব্রুনো সুজুকিকে বল দেন লি টাক। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে এবারে কোনো সুযোগ দেননি স্বাগতিকদের ডিফেন্ডার। ৫৮ মিনিটে ডাগআউটে দাঁড়িয়ে রেফারির সঙ্গে চিৎকার চেঁচামেচি করার কারণে হলুদ কার্ড দেখেন তেরেঙ্গানু কোচ নাফুজি। এর আগে হলুক কার্ড পেয়েছিল তাদের ম্যানেজারও।

ম্যাচের ৭০ মিনিটে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে চট্টগ্রাম আবাহনী। আরিফুলের ক্রস থেকে গোল আদায় করে নিতে আবারো ব্যর্থ হন লুকা রটকোভিচ। এরপর বেশ কয়েকটি আক্রমণ করে চট্টগ্রাম আবাহনী। ৮৩ মিনিটে গোলের সুযোগ তৈরি করেন কাউসার আলী রাব্বি। দুইজনকে কাটিয়ে তার নেওয়া শটটি অবশ্য চলে যায় তেরেঙ্গানুর গোলপোস্টের ওপর দিয়ে।

অতিরিক্ত সময়ে নিজেদের ভুলে আরেকটুর জন্য উল্টো গোল হজম করতে বসেছিল মারুফুল হকের দল। তবে ভাগ্য ভালো, বল চলে যায় গোলপোস্ট ঘেঁষে। এক গোল পিছিয়ে থেকেই শেষ পযর্ন্ত শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন বিসর্জন দেয় জামাল ভূঁইয়ারা।

ফাইনালে এক গোল করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ৫০০ ডলার জিতেছেন তেরেঙ্গানু ডিফেন্ডার হাকিম বিন মামাত। ম্যান অব দ্য টুর্নামেন্টে হয়েছেন তেরেঙ্গানুর লি অ্যান্ড্রু টাক। পুরস্কার হিসেবে তার হাতে উঠেছে ১ হাজার ডলার। ফাইনালে এক গোলে অ্যাসিস্ট করার পাশাপাশি টুর্নামেন্টে টানা দুই হ্যাটট্রিকে সর্বোচ্চ ৬ গোল করেছেন সাবেক ঢাকা আবাহনী লিমিটেডের এই ইংলিশ মিডফিল্ডার। অন্যদিকে ফাইনালে হারলেও ফেয়ার প্লে জিতেছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী।

এর আগে ২০১৫ সালে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল চট্টগ্রাম আবাহনী। ২০১৭ সালে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় মালদ্বীপের টিসি স্পোর্টস। এবার তৃতীয় আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হলো তেরেঙ্গানু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply