নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চলছে ইলিশ শিকার

|

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর নদ-নদীতে চলছে ইলিশ শিকার। গতকাল প্রচুর ইলিশ ধরা পড়লেও আজ তার পরিমাণ কমে এসেছে কিছুটা।

জেলেরা বলছেন, ডিম পাড়ার পর সাগরে ফিরেছে বেশিরভাগ ইলিশ। কাঙ্খিত ইলিশ না পাওয়া গেলেও এখনো সরগরম দেশের মৎস্য ঘাটগুলো। তবে জালে বেশিরভাগ ডিম ওয়ালা মাছ ধরা পড়ায় আশানুরুপ দাম না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। ইলিশের প্রজনন নিরাপদ করতে ৯ অক্টোবর থেকে নদী ও সাগরে ২২ দিনের জন্য জাল ফেলায় নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। অবরোধের সময় মাছ ধরার সরঞ্জাম ও ইলিশ জব্দ করা হয় বিভিন্ন জেলায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply