এ জয় সাকিব-তামিমের জন্য : সৌম্য

|

অবশেষে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেলো বাংলাদেশ। তাও আবার ৭ উইকেটের ব্যবধানে। অথচ একের পর এক ঝড়-ঝাপটায় টালমাটাল হয়েই ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। ক্রিকেটারদের ধর্মঘট পর্বের অবসানের পর জানা যায় ভারত সফরে যেতে পারছেন না তামিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য তামিমের না যাওয়াটা মেনে নেওয়া গেলেও নিষেধাজ্ঞার কারণে সাকিবের যেতে না পারাটা বাংলাদেশ দল ও সমর্থকদের জন্য বড় আঘাত হয়ে আসে।

আজ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের স্বাদ পাওয়ার পর এটি দলে না থাকা দুই সতীর্থকেই উৎসর্গ করলেন টাইগার ওপেনার সৌম্য সরকার।

ম্যাচের প্রথমদিকে অভিষিক্ত মোহাম্মদ নাঈমের সঙ্গে শুরুর ধাক্কা সামলেছেন। এরপর মুশফিকের সঙ্গে ম্যাচের ভাগ্য বদলে দেওয়া জুটি গড়েছেন। জয়ের নায়ক যদি মুশফিক হন, সে ক্ষেত্রে পার্শ্বনায়ক অবশ্যই সৌম্য। ম্যাচ শেষে বললেন, তামিম ও সাকিব আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড়। অবশ্যই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দলে। এ জয় তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।

আজকের দিনে এমন কথা তো সৌম্যর মুখেই মানায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply