মূল্যস্ফীতি কমেছে অক্টোবরে

|

বাজারে পেঁয়াজের দামে আগুন। অন্যান্য সবজির দামও চড়া। কিন্তু তারপরও অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে হয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশে। যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৩০ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৯২ শতাংশ। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ব্রিফিং শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এসব তথ্য জানান। তিনি বলেন, পেঁয়াজের দাম বাড়লেও সার্বিকভাবে মূল্যস্ফীতি কমেছে। এটা একটি অন্যতম সাফল্য। এর অর্থ হচ্ছে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply