‘তথ্যচুরির মামলাকে বাধাগ্রস্ত করছে জাকারবার্গ’

|

তথ্যচুরির মামলাকে বাধাগ্রস্ত করছে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ১৮ মাসের তদন্ত শেষে এ অভিযোগ করলেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল।

তথ্যচুরি এবং রাজনৈতিক বিজ্ঞাপন ইস্যুতে মার্কিন কংগ্রেসে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চলছে শুনানি। এরইমাঝে এলো নতুন দুঃসংবাদ।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে জানান, তদন্তের স্বার্থে ফেসবুক বরাবর বেশ কয়েকবার নথিপত্র পাঠানো হয়েছে। যার ২৫টির ব্যাপারে কোন তথ্য দেয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমটি। শিগগিরই সেসব প্রকাশ না করলে; আদালতে তোলা হবে নতুন মামলা।

২০১৮ সালের জুন মাসে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্যচুরির অভিযোগ আনা হয়। এর পরিপ্রেক্ষিতে, রেকর্ড ৫০০ কোটি ডলার জরিমানা দিতে রাজি হয়েছে ফেসবুক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply