লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সামির (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার চরফলকন ইউনিয়নের তালপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সামির একই এলাকার হেদায়েত উল্যার ছেলে। সে স্থানীয় হাজিরহাট আইডিয়াল কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় সামির বসতঘরের চালায় উঠে। এসময় অসাবধানতাবসত বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
Leave a reply