কলমাকান্দায় শেয়ালের কামড়ে আহত ১০

|

স্টাফ রিপোর্টার,নেত্রকোনা:

নেত্রকোনার কলমাকান্দায় পাগলা শিয়ালের কামড়ে নারী শিশুসহ ১০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মনিপুরপাড়া গ্রামে ।

আহতরা হলেন উপজেলার রংছাতি ইউনিয়নের মনিপুরপাড়া গ্রামের শহর আলীর মেয়ে ১ম শ্রেণীর স্কুল পড়ুয়া সোমা আক্তার (৯), একই গ্রামের মোঃ নজরুল ইসলাম এর মেয়ে মহিলা মাদ্রাসার ছাত্রী তামান্না আক্তার (১২), আল আমিনের স্ত্রী মোসাম্মৎ পারভিন(১৮), সন্দেশ আলীর স্ত্রী সোনাবানু (৫০), মো. মানিক মিয়ার ছেলে ওয়াজেদ আলী (৫০), সৈয়দ আলী শেখের ছেলে আব্দুল মজিদ(৫০), শাহজাহানের খাদিজা খাতুন (২৫) ও আ: কাদিরের ছেলে মোস্তাফিজুর রহমান (১৫)।

স্থানীয় ইউপি সদস্য মো. সুরুজ্জামান জানান, বুধবার রাতে বাড়ির পাশে একটি শিয়ালে প্রথমে হযরত আলীর হাতে পায়ে কামড় দেয়। ওই রাতে একে একে নারী শিশুসহ ৮ জনকে একই ভাবে হাতে পায়ে কামড় দেয়। অপরদিকে দুটি গরুসহ ভেড়া ছাগল কে কামড়ে দেয় এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করে। ভয়ে রাতে অনেকেই বাড়ি থেকে বের হননি।

বৃহস্পতিবার সকালে ফের একটি পাগলা শিয়াল ওই গ্রামে খাদিজা ও মোস্তাফিজ কে কামড় দেয়। আহত খাদিজা আত্মচিৎকারে গ্রামবাসী পাগলা শিয়ালটি কে আটকে রেখে পিটিয়ে হত্যা করেছে।

আহতদের স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগে নিয়ে আসেন।

জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. সুরুজ্জামান জানান, শিয়ালের কামড়ে আহত ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সরকারিভাবে কোন ভ্যাকসিন সাপ্লাই না থাকায় এদেরকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply