মাস্কাট ক্লাবের বিপক্ষে বড় জয় বাংলাদেশের

|

ওমানের মাস্কাট ক্লাবের বিপক্ষে বড় জয় পেয়েছে সফররত বাংলাদেশ দল। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে জামাল ভুঁইয়ার দল।

খেলার প্রথমার্ধের ১২ মিনিটের সময় জীবনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৮ মিনিটে বিপলু গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই একটি গোল করার সুযোগ পায় প্রতিপক্ষ মাস্কাট ক্লাব। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে দু’দলই একটি করে গোল করে।

প্রস্তুতি ম্যাচ হলেও এই জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। এই জয় মূল খেলায় ভালো করার রসদ জোগাবে এমনটাই ধারণা তাদের। বড় লক্ষ্য নিয়েই যে ওমান গেছে জেমি ডে’র শিষ্যরা সেটি আর না বললেও চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply