তিন জেলের হাতে খুন ক্যাপ্টেনসহ ১৬ সহকর্মী

|

উত্তর কোরিয়ায় মাছ ধরার জাহাজে তিন জেলের হাতে খুন হয়েছেন ক্যাপ্টেনসহ ১৬ সহকর্মী। হত্যাকাণ্ডের পর, দুই জেলে দক্ষিণ কোরিয়ায় পালালে তাদের আটক করে ফেরত পাঠিয়েছে সেদেশের নৌবাহিনী।

বৃহস্পতিবার সিউল জানায়, সাধারণত উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা নাগরিকদের রাজনৈতিক আশ্রয় দেয়া হয়। কিন্তু, এই ব্যক্তিরা জাতীয় নিরাত্তার জন্য হুমকি। তাই, সীমান্তবর্তী গ্রাম পানমুনজাম দিয়ে জেলেদের উত্তর কোরিয়ার কাছে হস্তান্তর করা হয়। এর আগে,জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন আটককৃতরা।

জানায়, দুর্ব্যবহারের জন্য অক্টোবরের শেষ নাগাদ তারা জাহাজের ক্যাপ্টেনকে হত্যা করে। এসময়, অন্য সহকর্মীরা বিদ্রোহ ঘোষণা করলে; মেরে সাগরে ফেলে দেয়া হয় লাশ। গেলো দু’বছরে, কমপক্ষে ১ হাজার ১২৭ উত্তর কোরিয়ান প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply