ডোনাল্ড ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা

|

ট্রাম্প ফাউন্ডেশনের তহবিল নির্বাচনে অপচয়ের অপরাধে মার্কিন প্রেসিডেন্টকে ২০ লাখ ডলার জরিমানা করলেন নিউইয়র্ক আদালত।

জনকল্যাণের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব স্বার্থে ব্যবহৃত হচ্ছে সংস্থাটি- আইনজীবীদের এ অভিযোগের মুখে ২০১৮ সালে বন্ধ হয়ে যায় ফাউন্ডেশনটি। বিচারক নির্দেশ দেন, ট্রাম্প বা তার বড় তিন সন্তানের কেউই নির্বাচনী কাজে ব্যবহার করতে পারবেন না তহবিলের অর্থ। তিনি সরাসরি ট্রাম্পকে জরিমানার পরিশোধের নির্দেশ দেন।

ট্রাম্প বলেন, জনসেবায় কর্মরত আরও ৮টি প্রতিষ্ঠানকে দেয়া হবে ক্ষতিপূরণ থেকে প্রাপ্ত অর্থ। মার্কিনীদের সহায়তায় গড়ে তোলা তহবিল থেকে ২০১৬ সালের প্রাইমারি নির্বাচনে অর্থ খরচ করেছিলেন ট্রাম্প। এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন মার্কিন প্রেসিডেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply