টালমাটাল সময় পার করে ভারত সফরে গিয়েই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়েছে ৭ উইকেটে। এরপর থেকেই টাইগারদের বন্দনা সবার মুখে মুখে। মাহমুদউল্লাহ রিয়াদের সাথে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের মিল খুঁজে পেয়েছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। প্রশংসায় ভাসিয়েছেন তাকে।
প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। যদিও পরের ম্যাচে একতরফাভাবে ভারতের কাছে হেরে যায় তারা। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি হয়ে দাঁড়িয়েছে ট্রফি নির্ধারণী। রোববার নাগপুরে হবে ম্যাচটি। এর আগেই এমন মন্তব্য করলেন ইরফান পাঠান।
ইরফান বলেছেন, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। ক্যাপ্টেন হিসেবে নজর কেড়েছেন মাহমুদউল্লাহ। ম্যাচ চলাকালীন তিনি যে ছোট ছোট পরিবর্তনগুলো এনেছেন তা খুব কার্যকরী।
মাহমুদউল্লাহর এ ছোট পরিবর্তনগুলো দেখেই মূলত ধোনির সাথে মিল খুঁজে পাচ্ছেন তিনি। বলেছেন, তার নেতৃত্বের সাথে ধোনির নেতৃত্বের মিল আছে। পাওয়ার প্লে’র পর পার্টটাইম বোলারদের আক্রমণে আনতেন ধোনি। মাহমুদউল্লাহও একইভাবে খণ্ডকালীন বোলারদের ব্যবহার করছেন।
Leave a reply