১৪ ঘণ্টা পর চট্টগ্রামে বিমান ওঠানামা শুরু

|

প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১৪ ঘণ্টা পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা শুরু হয়েছে। রোববার সকাল ৭টা থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর বন্ধ হওয়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আজ সকালে চালু হয়েছে।

বিমান ওঠানামা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর গতকাল বিকাল চারটা থেকে বন্ধ ঘোষণা করা হয়।

তবে ঘূর্ণিঝড়টি খুলনা অঞ্চলের ওপর দিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডে প্রবেশ করায় ঝুঁকি কমে আসায় বন্ধের ১৪ ঘণ্টা পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়েছে।

বিমানবন্দর চালু হওয়ার বিষয়টি শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply