পটুয়াখালীতে প্লাবিত ১৩ গ্রাম

|

সংগৃহীত

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্লাবিত হয়েছে ১৩টি গ্রাম। ভাঙ্গা বেড়িবাঁ দিয়ে জোয়ারের পানিতে গ্রামগুলো প্লাবিত হয়েছে বলে জানান ইউএনও। আজ ভোরে গ্রামগুলো প্লাবিত হয়।

এর আগে, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে প্রচণ্ড ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়। এতে বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। মানুষ আশ্রয় নেয় সাইক্লোন শেল্টারে। তবে ঘূর্ণিঝড় বুলবুল দূর্বল হয়ে এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে মহাবিপদ সংকেত সরানো হয়েছে। তার স্থানে দেয়া হয়েছে তিন নম্বর স্থাণীয় সতর্কতা সংকেত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply