ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব ঝড়ো হাওয়াসহ প্রচণ্ড বৃষ্টি হয়েছে লক্ষ্মীপুরে। এতে জেলার রামগতির চর গজারিয়া ইউনিয়নের ১৫টি কাঁচা বাড়ি ভেঙ্গে গেছে। এসময় আহত হয়েছেন ৫ জন।
আজ ভোরে এ ঘটনা ঘটে।
এদিকে, ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে আর বিপর্যয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এই জেলাকে আগে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হলেও সেটি প্রত্যাহার করা হয়েছে। সেখান এএখন তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
Leave a reply