ক্ষয়ক্ষতির তালিকা পর্যবেক্ষণ করে পুনর্বাসন করবে সরকার: দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

|

ঘূর্ণিঝড় ‘বুলবুল’এ ক্ষয়ক্ষতির তালিকা পর্যবেক্ষণ করে পুনর্বাসন করবে সরকার। এমনটি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

আজ দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, সরকারি হিসেবে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৩০ জনের মত। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫ হাজার ঘরবাড়ি।

প্রতিমন্ত্রী বলেন, ফসলের ক্ষয়ক্ষতির সঠিক হিসেব এখনও পাওয়া যায়নি। ২১ লাখেরও বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়ায়, কমিয়ে আনা সম্ভব হয়েছে প্রাণহানী। উপকূলীয় কিছু জেলায় আমন ধানের ক্ষতি হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply