ঘূ‌র্ণিঝ‌ড়ে ঘর চাপায় নারী নিহত

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপু‌রে ঘূ‌র্ণিঝড় বুলবু‌লের প্রভা‌বে ঘর চাপা প‌ড়ে সা‌লেহা বেগম (৪০) না‌মে এক নারী নিহত হ‌য়ে‌ছেন। নিহ‌তের প‌রিবার‌কে তাৎক্ষ‌ণিক ২০ হাজার টাকা অনুদান প্রদান ক‌রে‌ছেন জেলা প্রশাসক।

‌নিহত সা‌লেহা বেগম সদর উপ‌জেলার ঘটমা‌ঝি গ্রা‌মের আ‌জিদ খাঁ‌য়ের স্ত্রী।

মাদারীপুর সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইফু‌দ্দিন গিয়াস জা‌নি‌য়েন, দুপু‌রে মাদারীপুর দি‌য়ে ব‌য়ে যাওয়া ঘূ‌র্ণিঝড় বুলবু‌লে প্রভা‌বে সদর উপ‌জেলার ঘটমা‌ঝিতে সা‌লেহা বেগম না‌মের ম‌হিলার ঘর বাতা‌সে হে‌লে পড়‌লে ঘ‌রের ভেত‌রের এক‌টি আলমা‌রি গা‌য়ে প‌ড়ে গুরুতর আহত হন। দ্রুত তা‌কে সদর হাসপাতা‌লে নি‌য়ে আসার কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply