শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে গাছচাপায় দুই জন মারা গেছেন। এরা হলেন নড়িয়া উপজেলার ৬৮ বছর বয়স্ক মো. আলীবক্স ছৈয়াল এবং ডামুড্যা উপজেলার ৪৮ বছরের আলেয়া বেগম।
মো. আলীবক্স ছৈয়াল নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেওজুড়ি গ্রামের এবং আলেয়া বেগম ডামুড্যা উপজেলার শিধুলকুড়া ইউনিয়নের বড় শিধুলকুড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এছাড়া ঘূর্ণিঝড় বুলবুলের জেলার বিভিন্ন স্থানে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার একর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে। উপজেলাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
Leave a reply