‘বুলবুল’ এর তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে কমপক্ষে ১১ জন নিহত

|

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন। রোববার স্থানীয় সময় রাতে এক বিবৃতিতে জানায় রাজ্য কর্তৃপক্ষ।

ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-চব্বিশ পরগনা জেলা। এছাড়া, উত্তর-চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরও ঘূর্ণিঝড়ের কবলে লণ্ডভণ্ড। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪ লাখ ৬৫ হাজার মানুষ। ভেঙ্গে পড়েছে উপকূলীয় এলাকার কমপক্ষে ৬০ হাজার ঘরবাড়ি ও স্থাপনা। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত বিদ্যুতের অন্তত ৬৬টি সাব-স্টেশন; দু’হাজারের মতো মোবাইল টাওয়ার।

এরইমাঝে, বিপর্যয় মোকাবেলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,দিয়েছেন সব ধরনের সাহায্যের আশ্বাস।

আজ থেকে দুর্গত এলাকা পর্যবেক্ষণে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply