মাদক সেবনের পর হাত ধুয়ে ফেললেও ধরা পড়বে ফিঙ্গার প্রিন্টে!

|

মাদকদ্রব্য হেরোইন সেবন বা হাত দিয়ে নাড়াচাড়া করার পর সেই হাত ধুয়ে ফেললেও ফিঙ্গার প্রিন্ট মেশিনে তা ধরা পড়ে যাবে। মেশিন বলে দেবে এই আঙ্গুল দিয়ে হেরোইন ধরা হয়েছিলো!

এমন অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ফিঙ্গার প্রিন্ট মেশিন বানিয়েছেন গবেষকরা। যুক্তরাজ্যের কয়েকজন বিজ্ঞানী এই বিশেষ ফরেসিনক পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন করেছেন।

দেশটিতে যেসব মাদক নিষিদ্ধ তার মধ্যে হেরোইন একটি। মাদকসেবীদের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা দেয়া থেকে বিরত রাখার আইন আছে। এতে অনেকে নিজেদের হেরোইন সেবনের তথ্য গোপন করে থাকেন।

কিন্তু ইউনিভার্সিটি অব সারে-এর এই গবেষণা পুলিশকে হেরোইনসেবী চিহ্নিত করতে সহায়তা করবে।

মজার বিষয় হলো, মেশিন এটাও বলে দিতে পারবে যে, কোনো ব্যক্তি অনিচ্ছায় নিজের হাতে হেরোইন নিয়েছিলেন কিনা। যেমন কোনো হেরোইনসেবীর সাথে হাত মেলালে অনিচ্ছাকৃতভাবে কারো হাত হেরোইনের সংস্পর্শে আসতে পারে।

কিন্তু এমন অনিচ্ছাকৃত সংস্পর্শও আলাদাভাবে চিহ্নিত করতে পারবে মেশিনটি। এর আগে কোকেইনের সংস্পর্শে এলে তা ফিঙ্গার প্রিন্ট মেশিনে ধরা পড়ার প্রযুক্তি উদ্ভাবিত হয়েছিল।

সূত্র: ডেইলি মেইল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply