বেনাপোলে ২০ কেজি স্বর্ণ চুরি: রাজস্ব কর্মকর্তাসহ ৫ জন সাময়িক বরখাস্ত

|

যশোরের বেনাপোলে কাস্টমসের ভল্ট কক্ষ থেকে প্রায় ২০ কেজি স্বর্ণ চুরির ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তাসহ ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে ৪ সিপাহীকে জিজ্ঞাসাবাদের জন্য বেনাপোল পোর্ট থানায় নেয়া হয়।

পুলিশ ও বেনাপোল কাস্টমস কর্মকর্তারা জানান, তিনদিনের সরকারি ছুটির পর সোমবার সকালে কাস্টম হাউসের গোপনীয় ঘরের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায় কর্মীরা।

বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা কক্ষে প্রবেশ করেন। কাস্টমসের হিসাব মতে, ভল্টে থাকা বিপুল পরিমাণ টাকা আর ডলার খোয়া না গেলেও ৩০ কেজি স্বর্ণের মধ্যে ১৯ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ কম ছিল।

এ ঘটনার তদন্ত করছে খুলনার সিআইডি’সহ বেশ কয়েকটি টিম। অন্যদিকে কাস্টমসের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। পরে সন্দেহভাজন হিসেবে সহকারী রাজস্ব কর্মকর্তা ও ৪ সিপাহীকে সাময়িক বরখাস্ত করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply