স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

|

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বিশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির এই রায় প্রদান করেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালে বেলকুচি উপজেলার রান্ধুনী বাড়ি গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে হাসি খাতুনের সাথে উল্লাপাড়া উপজেলার আগ মোহনপুর গ্রামের আজিবর রহমানের ছেলে জাফর আলীর পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই জাফর আলী যৌতুকের জন্য হাসি খাতুনকে নানা ভাবে নির্যাতন করতে থাকে। এর ধারাবাহিকতায় ২০০৭ সালের ৭ সেপ্টেম্বর রাতে জাফর আলী হাসি খাতুনকে নিজ বাড়িতে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়।
এ ঘটনায় হাসি খাতুনের বড় ভাই জাকারিয়া হোসেন বাদী হয়ে ঘটনার পরদিন জাফর আলীসহ ৫ জনকে আসামি করে বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার আদালত এই রায় প্রদান করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply