পুঠিয়ায় শ্রমিক নেতা হত্যার প্রতিবেদন গ্রহণ, রোববার আদেশ

|

রাজশাহীর পুঠিয়ায় শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা মামলার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে আদালত। এ বিষয়ে আগামী রোববার চূড়ান্ত আদেশের দিন ধার্য করা হয়েছে।

তবে এ মামলায় কেন কিশোর আসামিকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কোন জবাবদিহিতামূলক প্রতিবেদন জমা দেয়নি রাজশাহী পুলিশ সুপার। এর আগে গতকাল এই মামলার বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয় তদন্ত কমিটি। প্রতিবেদনে তৎকালীন ওসি সাকিল উদ্দিনসহ তিন কর্মকর্তা মামলার এজাহারে কারসাজি করেছিলেন বলে উঠে আসে।

শ্রমিক নেতা নুরুল ইসলামকে হত্যার পর ৮ জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেন নিহতের মেয়ে। বলা হয়, শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে বিরোধ থেকে হত্যা করা হয় নূরুল ইসলামকে। কিন্তু পরে ওসিসহ তিন কর্মকর্তা মামলার এজাহার পরিবর্তন করে দেন।

এর আগে, যমুনা টেলিভিশনের অনুসন্ধানেও ওঠে আসে জালিয়াতি। বিচার বিভাগীয় তদন্ত কমিটি যমুনা টিভির প্রতিবেদন প্রাথমিক প্রমাণ উপাত্ত হিসেবে গ্রহণ করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply