ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার দায় কার, বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ

|

ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার দায় কার; তা খুঁজে বের করতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা জজ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয় এমন ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

আগামী ১৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। সেই সাথে বিচারবিভাগীয় তদন্ত কমিটিকে আইসিসিডিআরবি, প্ল্যান প্রটেকশন, জাহাঙ্গীনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনস্বার্থ ইন্সটিটিউট থেকে বিশেষজ্ঞ মতামত গ্রহণ করতেও বলা হয়েছে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ইকবাল কবির লিটনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১২ জন মারা গেছে বলে আজ আদালতকে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply