মেক্সিকোয় রাজনৈতিক আশ্রয় নিলেন বলিভিয়ার সদ্য পদত্যাগকারী প্রেসিডেন্ট

|

Bolivia's President Evo Morales looks down during a press conference in La Paz, Bolivia, Sunday, Nov. 10, 2019. Morales is calling for new presidential elections and an overhaul of the electoral system Sunday after a preliminary report by the Organization of American States found irregularities in the Oct. 20 elections. (AP Photo/Juan Karita)

পদত্যাগের একদিন পরই মেক্সিকোয় রাজনৈতিক আশ্রয় নিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। সোমবার মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন এ তথ্য।

জানান, প্রতিবেশী দেশের প্রেসিডেন্টের জীবন সংশয় তৈরি হওয়ায় তাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এক টুইটবার্তায় বলিভিয়ান প্রেসিডেন্ট বলেন, দেশ ছেড়ে যাওয়াটা দুঃখজনক। আরও শক্ত অবস্থান নিয়ে দেশে ফেরার প্রত্যয় জানান তিনি।

এদিকে দেশটির পুলিশ বিভাগকে সমর্থন দিতে সেনাদের প্রতি নির্দেশ দেন সামরিক বাহিনীর কমান্ডার।

এর আগে মোরালেস সমর্থকদের সাথে ব্যাপক সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এতে আহত হয় অন্তত ২০জন। তীব্র গণবিক্ষোভের মুখে রোববার পদত্যাগ করেন প্রেসিডেন্ট ইভো মোরালেস। তার বিরুদ্ধে অবস্থান নেয় সেনাবাহিনীও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply