৭২০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

|

পাবনা প্রতিনিধি :

পাবনায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে সদর থানা পুলিশের একটি দল।

আটককৃত নাছিমা খাতুন কুষ্টিয়া লাহিনী বটতলা এলাকার আবু বক্করের মেয়ে।

সদর থানা সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে গোপন সূত্রে খবর আসে যে, চাপাইনবাবগঞ্জ থেকে পাবনাগামী বিআরটিসি বাসে ইয়াবা ট্যাবলেটের একটি চালান পাবনায় আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মদের নেতৃত্বে এসআই মহায়মেনুলসহ সঙ্গীয় পুলিশ পাবনা-ঈশ্বরদী বাইপাস সড়কের মেরিল মোড়ে অবস্থান নেয়। এসময় বিআরটিসি বাসটি মেরিল মোড়ে এসে পৌঁছালে ওই বাসে তল্লাশি চালিয়ে নাছিমা খাতুনকে আটক করে এবং তার কাছ থেকে ৭২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply