পাবনায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

|

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহরে বিয়ের মাত্র ৫ দিন পর শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেছে নববধূর মা।

সোমবার রাতে মেয়েটি মা রাঙ্গা খাতুন বাদি হয়ে আইয়ুব আলীকে আসামী করে চাটমোহর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ শ্বশুর আইয়ুব আলীকে আটক করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

রোববার (১০ নভেম্বর) অভিযোগ পাওয়ার পর স্বামীসহ শ্বশুরকে আটক করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ করৎকান্দি গ্রামে।

অভিযুক্ত শ্বশুর হলেন ওই গ্রামের আইয়ুব আলী কৃষক। পাবনা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে নববধূর।

জানা যায়, মঙ্গলবার (৫ নভেম্বর) আইয়ুব আলীর একমাত্র ছেলে সালাউদ্দিনের সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের শীতলাই গ্রামের ওই নারীর। যদিও বাল্যবিয়ে, খাতা-কলমে বয়স ১৮ করা হয়েছে। বিয়ের পর বাবার বাড়িতে গিয়ে রোববার চাটমোহর থানায় এসে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দেন ওই নারী। পরে পুলিশ অভিযুক্ত আইয়ুব আলীকে আটক করে।

নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম কামরুজ্জামান খোকন জানান, এ ঘটনার কথা শুনেছি। ৫ দিন আগে বিয়ে হয়েছে ওই মেয়ের। এরপরই নাকি শ্বশুর তাকে ধর্ষণ করেছে। এসময় দোষী সাব্যস্ত হলে সেই শ্বশুড়ের শাস্তিও দাবি করেন তিনি।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মোঃ নাসীর উদ্দিন জানান, একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামীকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply