বাংলাদেশে বিনিয়োগ আরো বাড়াতে চায় জাপান

|

বাংলাদেশে বিনিয়োগ আরো বাড়াতে চায় জাপান। দেশটির বেসরকারি কোম্পানিগুলোর এ মনোভাবের কথা জানিয়েছেন ঢাকায় নতুন রাষ্ট্রদূত নাওকি ইতো।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসভবনে দেয়া এক সংবর্ধনায় রাষ্ট্রদূত আরো বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। এদেশে মানসম্পন্ন্ন অবকাঠামো ও বড় স্থাপনা নির্মাণে অংশীদারিত্ব বৃদ্ধিতে আগ্রহী তার দেশ।

২০২২ সালে বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর নানা আয়োজনে পালন করার কথাও জানান রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মূখ্য সচিব নজিবুর রহমান চৌধুরী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান ছাড়াও রাজনীতিবিদ ও বিভিন্ন মিশনের প্রধানরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply